Image of মো: হৃদয়

নাম: মো: হৃদয়

জন্ম তারিখ: ৩ ফেব্রুয়ারি, ১৯৯৭

শহীদ হওয়ার তারিখ: ২০ জুলাই, ২০২৪

বিভাগ: ঢাকা

ব্যক্তিগত তথ্য:

পেশা : কাঠমিস্ত্রি, শাহাদাতের স্থান : ভূমি পাম্পের গেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

শহীদের জীবনী

শহীদ মো: হৃদয় ভোলা জেলায় ১৯৯৭ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা সফেদ আলী এবং মাতা মনোয়ারা বেগম। স্ত্রী শিরিনা আক্তার। শহীদ হৃদয়ের বয়স যখন ৩ বছর তখন তার বাবা অন্যত্র বিয়ে করে পরিবারের সবাইকে রেখে চলে যান। পাঁচ বছর বয়সে তার মা অন্যত্র বিয়ে করে চলে যায়। নানা-নানী অন্যের বাড়িতে কাজ করে হৃদয়কে লালন পালন করেন। বর্তমান শহীদ হৃদয়ের ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নেই। শহীদ হৃদয় কাঠমিস্ত্রির কাজ করে ৪ সদস্যের পরিবারটির ভরণপোষণের ব্যবস্থা করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ২০ জুলাই শহীদ হৃদয় বিজিবি ও পুলিশের এলোপাথাড়ি গুলিতে শহীদ হন। একমাত্র উপার্জনক্ষম শহীদ হৃদয়কে হারিয়ে তার স্ত্রী, ছেলে ও মেয়ে অসহায় হয়ে পড়েছেন। তাদের দেখভালো করার আর কেউ পৃথিবীতে নেই। শাহাদতের প্রেক্ষাপট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন চলাকালীন সময়ে ২০ জুলাই ২০২৪ তারিখে বিকাল পাঁচটায় ভূমি পাম্পের গেটে শহীদ হৃদয়সহ অনেক মানুষ একত্রিত হয়। এমতাবস্থায় ছাত্র-জনতার ওপর পুলিশ ও বিজিবি এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। হঠাৎ একটি গুলি তার কপালে এসে আঘাত করলে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। শহীদের পরিবার সংক্রান্ত বিশেষ তথ্য দেশের মানুষকে স্বৈরাচারমুক্ত করতে শহীদ মো: হৃদয় শাহাদত বরণ করেন। মৃত্যুকালে রেখে যান অতি আদরের ছোট ছোট দুটি ছেলে মেয়ে । একজন আব্দুল্লাহ (৪) এবং অপরজন নুসরাত (১)। শহীদ মোঃ হৃদয়ের জমিজমা, ভিটে বাড়ি কিংবা আয়ের অন্য কোনো উৎস নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা। শহীদ হৃদয়ের পিতা-মাতাও যার যার মত বিয়ে করে আলাদা আলাদা সংসার করেন। স্ত্রী ও ছোট ছোট ছেলে মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবারটির জন্য মাসিক সহায়তা, বসবাসের জন্য একটি বাড়ি এবং সন্তানদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন । ব্যক্তিগত প্রোফাইল নাম : শহীদ মো: হৃদয় জন্ম তারিখ : ৩ ফেব্রুয়ারি ১৯৯৭ পিতার নাম : সফেদ আলী মাতার নাম : মনোয়ারা খাতুন স্ত্রীর নাম : শিরিনা আক্তার ছেলে-মেয়ে : এক ছেলে ও এক মেয়ে ছেলে: আব্দুল্লাহ (৪) এবং মেয়ে নুসরাত (১) স্থায়ী ঠিকানা : গ্রাম: দুর্গাপুর, ইউনিয়ন: জয়শ্রী, থানা: ধর্মপাশা, জেলা: সুনামগঞ্জ বর্তমান ঠিকানা : হাউসিং আবাসিক এলাকা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ আহত হওয়ার স্থান : ভূমি পাম্পের গেট, সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ আহত হওয়ার সময় কাল : ২০ জুলাই ২০২৪, বিকাল পাঁচটা শহীদ হওয়ার সময় : ২০ জুলাই ২০২৪, বিকাল ৫টা, ভূমি পাম্পের গেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ যাদের আঘাতে শহীদ : পুলিশ ও বিজিবি প্রস্তাবনা ১. শহীদ পরিবারের জন্য একটি স্থায়ী আবাসন তৈরি করে দেওয়া ২. শহীদের পরিবারের জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা করা ৩. শহীদের ছোট ছোট দুই সন্তানের পড়ালেখাসহ যাবতীয় খরচ নির্বাহ করা

শহীদের তথ্য সম্বলিত ছবি

Image of মো: হৃদয়
Image of মো: হৃদয়
Image of মো: হৃদয়
Image of মো: হৃদয়
Image of মো: হৃদয়
Image of মো: হৃদয়

একই বিভাগ অন্যান্য শহীদদের তথ্য

রিয়া গোপ

মো: জুনায়েত হোসেন

কাজী মো: আব্দুর রহমান

মো: মোবারক

তামিম শিকদার

মো: মাহফুজ

মো: জিয়াউর রহমান

আব্দুল গণি

ডা: সজিব সরকার

মো: সিরাজুল বেপারী

মোহাম্মদ সাদিকুর রহমান

ছোবহান মুন্সি

শেয়ার করুন Facebook Logo Twitter Logo WhatsApp Logo