Image of মো: ছমেছ উদ্দিন

নাম: মো: ছমেছ উদ্দিন

জন্ম তারিখ: ২১ মে, ১৯৬০

শহীদ হওয়ার তারিখ: ২ আগস্ট, ২০২৪

বিভাগ: রংপুর

ব্যক্তিগত তথ্য:

পেশা: ব্যবসা শাহাদাতের স্থান : রাধাকৃঞ্চপুর (মৌলভীপাড়া

শহীদের জীবনী

রাধাকৃঞ্চপুর গ্রামের ১২নং ওয়ার্ড রংপুর সদরের ইউসুফ উদ্দিন ও ছামিতুন্নেছা দম্পতির ঘরে ২১ মে ১৯৬০ সালে জন্ম নেন ছমেছ উদ্দিন। ঘটনা সংক্রন্ত বিবরণ মো: ছমেছ উদ্দিন জামায়াতে ইসলামীর সক্রিয় একজন কর্মী ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সর্বত্র পুলিশের আগ্রাসী ভূমিকা একটু বেশি ছিল। ২ আগস্ট মাগরিবের নামাজ শেষে অন্যদের মতো ছমেছ উদ্দিন মসজিদের পাশেই উপস্থিত থাকা ছাত্র জনতার সাথেই অবস্থান করছিলেন। সেই মুহূর্তে কিছু পুলিশ উপস্থিত থাকা ছাত্র-জনতাকে ধাওয়া করে এতে অন্যদের সাথে তিনিও দৌড় দিতে গিয়ে কিছুদূর পথ যাওয়ার পর রাস্তার উপর পড়ে যান। সেখানেই তিনি স্ট্রোক করেন এবং পাশেই প্রাইম মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একনজরে শহীদের পরিচয় নাম : মো: ছমেছ উদ্দিন পেশা : ব্যবসা জন্ম তারিখ ও বয়স : ২১ মে ১৯৬০ / ৬৪ বছর শহীদ হওয়ার তারিখ : ০২ আগস্ট ২০২৪, আনুমানিক সন্ধ্যা ০৭.০০ টা শাহাদাত বরণের স্থান : রাধাকৃঞ্চপুর (মৌলভীপাড়া দাফন করা হয় : সামাজিক কবরস্থান (রংপুর) স্থায়ী ঠিকানা : গ্রাম-রাধাকৃঞ্চপুর , ওয়ার্ড নং-১২ , থানা- রংপুর সদর , জেলা- রংপুর পিতা : মো: ইউসুফ উদ্দিন মাতা : মোছা: ছামিতুন্নেছা সন্তানের বিবরণ মোসা: শিরিন, সম্পর্ক- মেয়ে (৩০), এসএসসি পাশ মো: আশিকুর রহমান, সম্পর্ক- ছেলে (২৫), টেক্সটাইল ইন্জিনিয়ার (ডিপ্লোমা) প্রস্তাবনা: ১. শহীদের ছেলের জন্য কোন চাকরী/ব্যবসা প্রতিষ্ঠান করে দিলে উপকার হবে।

শহীদের তথ্য সম্বলিত ছবি

একই বিভাগ অন্যান্য শহীদদের তথ্য

মো: আল মামুন

মো: মিরাজুল ইসলাম

মো: আবু ছায়েদ

রুদ্র সেন

মো: নুর আলম

মো: সাহান পারভেজ

লাবলু মিয়া

মো: রুবেল ইসলাম

মো: শাহরিয়ার আল আফরোজ শ্রাবন

মো: নয়ন মিয়া

হাফেজ রিদওয়ান আলী

মো: তৌফিক ইসলাম ভূঁইয়া

শেয়ার করুন Facebook Logo Twitter Logo WhatsApp Logo