জন্ম তারিখ: ১ জানুয়ারি, ০০০১
শহীদ হওয়ার তারিখ: ৫ আগস্ট, ২০২৪
বিভাগ: সিলেট
পেশা: সাংবাদিক শাহাদাতের স্থান : যাত্রাবাড়ি কুতুবখালি পকেটগেট
মো: সোহেল আখঞ্জি, পিতা: মোশাহিদ আখঞ্জি, মাতা: নাজমা আক্তার, গ্রাম-সাগর দীঘির পূর্বপাড়, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ। ৫ আগস্ট ২০২৪ হাসিনার পলায়নের খবর শুনে ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন। সেখানে পুলিশের গুলিতে নিহত হন। একনজরে শহীদের পরিচয় নাম : শহীদ মো: সোহেল আখঞ্জি শহীদ হওয়ার তারিখ : ৫ আগস্ট ২০২৪ শাহাদাত বরণের স্থান : হবিগঞ্জ দাফন করা হয় : সামাজিক কবরস্থান (বানিয়াচং) স্থায়ী ঠিকানা : গ্রাম: সাগর দীঘির পূর্বপাড়, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ পিতা : মো: মোশাহিদ আখঞ্জি মাতা : নাজমা আক্তার স্ত্রী : মৌসুমী আক্তার (২৭), শিক্ষাগত যোগ্যতা: বিএ পাশ সন্তানের বিবরণ ১. শিমু আখঞ্জি, সম্পর্ক: মেয়ে, বয়স: ০৯ বছর, শ্রেণী-৪র্থ ২. সামি আখঞ্জি, সম্পর্ক: ছেলে, বয়স: ০৪ বছর, শ্রেণী-শিশু ৩. সুহা আখঞ্জি, সম্পর্ক: মেয়ে, বয়স: ০২ বছর প্রস্তাবনা: ১. শহীদের স্ত্রীর জন্য কোন চাকুরীর ব্যবস্থা করে দিলে উপকার হবে।