Image of মো: সোহেল আখঞ্জি

নাম: মো: সোহেল আখঞ্জি

জন্ম তারিখ: ১ জানুয়ারি, ০০০১

শহীদ হওয়ার তারিখ: ৫ আগস্ট, ২০২৪

বিভাগ: সিলেট

ব্যক্তিগত তথ্য:

পেশা: সাংবাদিক শাহাদাতের স্থান : যাত্রাবাড়ি কুতুবখালি পকেটগেট

শহীদের জীবনী

মো: সোহেল আখঞ্জি, পিতা: মোশাহিদ আখঞ্জি, মাতা: নাজমা আক্তার, গ্রাম-সাগর দীঘির পূর্বপাড়, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ। ৫ আগস্ট ২০২৪ হাসিনার পলায়নের খবর শুনে ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন। সেখানে পুলিশের গুলিতে নিহত হন। একনজরে শহীদের পরিচয় নাম : শহীদ মো: সোহেল আখঞ্জি শহীদ হওয়ার তারিখ : ৫ আগস্ট ২০২৪ শাহাদাত বরণের স্থান : হবিগঞ্জ দাফন করা হয় : সামাজিক কবরস্থান (বানিয়াচং) স্থায়ী ঠিকানা : গ্রাম: সাগর দীঘির পূর্বপাড়, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ পিতা : মো: মোশাহিদ আখঞ্জি মাতা : নাজমা আক্তার স্ত্রী : মৌসুমী আক্তার (২৭), শিক্ষাগত যোগ্যতা: বিএ পাশ সন্তানের বিবরণ ১. শিমু আখঞ্জি, সম্পর্ক: মেয়ে, বয়স: ০৯ বছর, শ্রেণী-৪র্থ ২. সামি আখঞ্জি, সম্পর্ক: ছেলে, বয়স: ০৪ বছর, শ্রেণী-শিশু ৩. সুহা আখঞ্জি, সম্পর্ক: মেয়ে, বয়স: ০২ বছর প্রস্তাবনা: ১. শহীদের স্ত্রীর জন্য কোন চাকুরীর ব্যবস্থা করে দিলে উপকার হবে।

শহীদ সম্পকির্ত কুরআনের আয়াত

তারা তাদের রবের কাছে যা দিয়েছেন তাতে খুশি, এবং যারা তাদের পিছনে আসবে তাদের জন্যও তারা আনন্দিত। (সুরা আলে ইমরান ৩:১৭০)

শহীদ সম্পকির্ত হাদিস

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “শহীদদের আত্মা সবুজ পাখির পেটে থাকে।” (সহীহ মুসলিম ১৮৮৭)

শহীদের তথ্য সম্বলিত ছবি

Image
Image
শেয়ার করুন Facebook Logo Twitter Logo WhatsApp Logo