Image of মো: নয়ন মিয়া

নাম: মো: নয়ন মিয়া

জন্ম তারিখ: ১ জানুয়ারি, ১৯৯৮

শহীদ হওয়ার তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিভাগ: রংপুর

ব্যক্তিগত তথ্য:

পেশা : শ্রমিক শাহাদাতের স্থান : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদের জীবনী

মো: নয়ন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষিণ গাবদা গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি কাঁঠাল বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ঐ এলাকায় একটি মটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। তিনি তার আড়াই বছর বয়সী একটি মেয়ে রেখে গেছেন। নয়ন মিয়ার মৃত্যুতে কন্যা নুসরাতকে নিয়ে স্ত্রী রিফা আক্তার অসহায় অবস্থায় দিন যাপন করছেন। শাহাদাতের প্রেক্ষাপট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। এই আন্দোলনটি শুরু হয়েছিল ২০২৪ সালের ৫ জুন। ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষনার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল। ঐ পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে পূর্বতন ১ম শ্রেনি এবং পূর্বতন ২য় শ্রেণি পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। কোটা পদ্ধতিকে আবার ফিরিয়ে আনায় ২০২৪ সালের জুলাই মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের দমন-পীড়ন, সশস্ত্র ও সহিংস হামলার শিকার হন। পুলিশ রাবার বুলেট, ছররা গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে, লাঠিপেটা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সরকার এই সময়ে প্রায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়। এইচ এস সি পরিক্ষা স্থগিত করে দেয়া হয়। সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেন শেখ হাসিনা। জুলাই জুড়ে সরকারি বাহিনীর গ্রেফতার, গুম,খুন, গনহত্যা, বিভিন্ন স্থানে আওয়ামীলীগের কর্মীদের নির্যাতন নয়ন মিয়াকে বিক্ষুব্দ করে তোলে। ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে অংশ নেন লালমনিরহাট জেলার সাহসী সন্তান নয়ন মিয়া। তিনি বাংলামোটরের কাঁঠাল বাগান এলাকার বাসা থেকে বের হয়ে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বন্ধুদের সাথে নিয়ে যোগ দেন। জুলাই জুড়ে মার খেতে খেতে ছাত্র-জনতা এদিন প্রতিরোধ করা শুরু করে। ফলে সরকারী সন্ত্রাসী বাহিনী পিছু হঠতে থাকে। মিছিল চলাকালে রাজধানীর কাঠালবাগান এলাকায় পুলিশের সামনে যাওয়া মাত্রই একটি গুলি নয়ন মিয়ার মাথায় এসে বিদ্ধ হয়। পুলিশের এলোপাতাড়ি গুলিতে তার বন্ধুরা পালিয়ে যায়। কিন্তু শুধু নয়ন মিয়া পড়ে থাকে রাস্তায়। পরে রাস্তার কিছু পথচারি তাকে দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে নয়নের চিকিৎসার আগে ডাক্তাররা বুঝতে পারে তিনি আন্দোলনকারী। এটা বুঝেতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা তাকে প্রথমে চিকিৎসা দিতে চায়নি। দীর্ঘ সময় পরে এক চিকিৎসক রাত ৩টায় অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করে আনে। সে সাথে খুলে ফেলা হয় মাথার খুলির একাংশ। ডাক্তারের ইচ্ছে ছিল নয়ন মিয়া যদি কিছুটা সুস্থ হয় তাহলে তার মাথার খুলিটি আবার পুনঃস্থাপন করা যাবে। তবে সেটা আর সম্ভব হলো না। নয়ন মিয়া ৪৭ দিন তীব্র যন্ত্রনা ভোগ করে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৭ টায় তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনের প্রদীপ নিভে যায়। রোববার সকাল দশটায় নিজ গ্রাম দক্ষিন গোবধায় জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়। অর্থনৈতিক অবস্থা তিনি ঢাকায় একটি মটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। তার বাবা, মা, দুই ভাই ও দুই বোন খৃষ্ট ধর্ম গ্রহন করেন। তিনি ধর্মান্তরিত না হওয়ায় তাকে ত্যাজ্যপুত্র ঘোষনা করে। যার কারনে পৈত্রিক কোন সম্পত্তি তার না থাকায় আহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি একালায় আসলে শশুরের বাড়িতেই থাকতেন। কন্যাকে নিয়ে স্ত্রী খুব অসহায় অবস্থায় দিন যাপন করছেন। নিউজ লিংক 1. https://www.youtube.com/watch?v=Fr3GYG8p9wM&ab_channel=KalbelaNews 2. https://www.bssnews.net/bangla/national/153261 3. https://www.dhakapost.com/national/308568 4. https://www.khoborsangjog.com/country/rangpur/54471/ একনজরে শহীদ সম্পর্কিত তথ্যাবলি নাম : মো: নয়ন মিয়া জন্ম : ০১/০১/১৯৯৮ পেশা : শ্রমিক পিতা : মো: লোকমান হোসেন মাতা : মোছা: হামিদা ভানু স্ত্রী : মোসা: রিফা আক্তার (২০) , ৫ম পাশ সন্তান : ১টি মেয়ে- মোছা: নুসরাত জাহান নুরী (জন্ম: ২৮/১১/২০২১) ভাই-বোন : দুই ভাই- দুই বোন স্থায়ী ঠিকানা : গ্রাম-দুর্গাপুর, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট বর্তমান ঠিকানা : গ্রাম-দক্ষিণ গোবধা, ডাকঘর-দুর্গাপুর, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট ঘটনার স্থান : কাঠালবাগান মোড়, বাংলামোটর আক্রমণকারী : ছাত্রলীগ ও পুলিশ আহত হওয়ার সময় : ৪/৮/২৪ দুপুর ২;৩০ মিনিট আঘাতের ধরন : মাথায় গুলি মৃত্যুর তারিখ, সময় ও স্থান : চিকিৎসাধীর অবস্থায় ২০/০৯/২৪ তারিখ সকাল ০৭:০০টা, : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তাবনা ১. নয়নের স্ত্রীকে পূনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। ২. মেয়ে নুসরাত জাহান নুরীকে এতিম প্রকল্পের আওতায় নিয়ে আসা।

শহীদের তথ্য সম্বলিত ছবি

একই বিভাগ অন্যান্য শহীদদের তথ্য

মো: মোহতাসিম হাসান ফাহিম

মো: শাহিনুর আলম

মো: রবিউল ইসলাম রাহুল

মো: ছমেছ উদ্দিন

মো: মিরাজুল ইসলাম

মো: শাহাবুল ইসলাম ( শাওন )

হাফেজ মো: নাসির ইসলাম

মো: সুমন ইসলাম

মো: নুর আলম

মো: মেরাজুল ইসলাম

মো: জাহিদুল ইসলাম

মো: জাহিদুর রহমান

শেয়ার করুন Facebook Logo Twitter Logo WhatsApp Logo