জন্ম তারিখ: ১ জানুয়ারি, ২০০২
শহীদ হওয়ার তারিখ: ১৮ জুলাই, ২০২৪
বিভাগ: রংপুর
পেশা : ছাত্র, শাহাদাতের স্থান : উসমানী মেডিকেল হাসপাতাল
নিহত রুদ্র সেনের বাড়ি দিনাজপুর জেলার সদর উপজেলার পাহাড়পুর গ্রামে। তার বাবার নাম সুবীর কুমার সেন মা সিখাবালী। তার জন্ম তার নিজ গ্রামে। তার বয়স হয়েছিলো ২২ বছর। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন । ঘটনা সংক্রন্ত বিবরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে একমত পোষণ করে তিনিও তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এক পর্যায়ে পুলিশ গুলিবর্ষণ করে , শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পথচারীরা তাকে উসমানী মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তখন সময় ১৮ জুলাই রাত ৮ টা হত্যার বিচার চাইলেন রুদ্র সেনের পরিবার শহীদের পিতা সুবীর কুমার সেন বলেন আমার সন্তান খুব মেধাবী । ছিলেন তাকে নিয়ে আমার পরিবারের অনেক স্বপ্ন ছিলো যারা আমার কলিজার সন্তানকে হত্যা করছে আমি তাদের বিচার দাবি করছি। একনজরে শহীদের পরিচয় নাম : রুদ্র সেন পেশা : ছাত্র বয়স : ২২ বছর শহীদ হওয়ার তারিখ : ১৮ জুলাই ২০২৪, আনুমানিক রাত ০৮.০০ টা শাহাদাত বরণের স্থান : উসমানী মেডিকেল হাসপাতাল স্থায়ী ঠিকানা : গ্রাম: পাহারপুর, উপজেলা: দিনাজপুর, সদর, জেলা: দিনাজপুর পিতা : সুবীর কুমার সেন মাতা : সিখাবালি প্রস্তাবনা: ১. শহীদের পিতার গ্রোসারী ব্যবসায় এককালীন সহায়তা প্রদান ২. শহীদের পরিবারের বাসস্থান প্রয়োজন