জন্ম তারিখ: ১ জানুয়ারি, ২০০৪
শহীদ হওয়ার তারিখ: ৫ আগস্ট, ২০২৪
বিভাগ: ঢাকা_সিটি
পেশা: অজানা, শাহাদাতের স্থান : অজানা
শহীদ (অজ্ঞাত পুরুষ) বয়স ২০ বছর বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করা আরও ৬ জন শহীদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গিয়েছে। মৃতদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। সকলের ময়নাতদন্ত সম্পন্ন হলে তদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ ‘আঘাত জনিত’ ও এক জনের (এনামুল) ‘উপর থেকে নিচে পড়ে’ মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।
আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না; বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা-প্রাপ্ত হয়ে থাকে। (সুরা আল-ইমরান ৩:১৬৯)
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “শহীদদের আত্মা সবুজ পাখির পেটে থাকে।” (সহীহ মুসলিম ১৮৮৭)