Image of এনামুল

নাম: এনামুল

জন্ম তারিখ: ১ জানুয়ারি, ২০০০

শহীদ হওয়ার তারিখ: ৫ আগস্ট, ২০২৪

বিভাগ: ঢাকা_সিটি

ব্যক্তিগত তথ্য:

পেশা: অজানা, শাহাদাতের স্থান : অজানা

শহীদের জীবনী

শহীদের বয়স ২৫ বছর অন্যান্য পরিচয় অজ্ঞাত বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করা আরও ৬ জন শহীদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গিয়েছে। মৃতদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। সকলের ময়নাতদন্ত সম্পন্ন হলে তদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ ‘আঘাত জনিত’ ও এক জনের (এনামুল) ‘উপর থেকে নিচে পড়ে’ মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।

শহীদ সম্পকির্ত কুরআনের আয়াত

তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে, জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। (সুরা আল-ইমরান ৩:১৪৭)

শহীদ সম্পকির্ত হাদিস

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হতে চায়, আল্লাহ তাকে শহীদের সাওয়াব দেন।” (সহীহ মুসলিম ১৮৮৯)

শহীদের তথ্য সম্বলিত ছবি

শেয়ার করুন Facebook Logo Twitter Logo WhatsApp Logo