জন্ম তারিখ: ১৩ আগস্ট, ২০০৭
শহীদ হওয়ার তারিখ: ২৭ জুলাই, ২০২৪
বিভাগ: ঢাকা_সিটি
পেশা : শ্রমিক (পোশাক কারখানা) শাহাদাতের স্থান : বাড্ডা, সুবাস্তু টাওয়ার সংলগ্ন, ঢাকা
"গার্মেন্টস কর্মী হিসেবে ভেবেছিল তাঁকে বোধহয় গুলি করবে না" শহীদ পরিচিতি কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামের নিম্নবিত্ত পরিবারের সন্তান শহীদ মো: ইয়ামিন চৌধুরী। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঞ্চনপুর গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শহীদ ইয়ামিন ২০০৭ সালের ১৩ আগস্ট নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। ইয়ামিন রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই সুবাদে তিনি কারখানার পাশে উত্তর বাড্ডা হাসান উদ্দিন সড়কে থাকতেন। শহীদ ইয়ামিনের পিতা জনাব রতন চৌধুরী ও তার মাতা জনাব জেসমিন পেশায় পোশাক কারখানার শ্রমিক। তার পরিবার একরুমের একটি ভাড়া বাসায় বসবাস করেন। বাবা-মা ও ভাইয়ের সাথে সেখানেই তিনি বেড়ে উঠেছেন। ঘটনার বর্ণনা-শহীদ ইয়ামিন একজন গার্মেন্টস কর্মী ২০২৪ এর ১৯ জুলাই বিকাল ৪ টার দিকে বাসায় ফিরছিলেন। ঐ সময় রাজপথ ছিল উতপ্ত। স্বৈরাচার ও মানবতা বিরোধী সরকারের পুলিশ বাহিনী ও যুবলীগের সন্ত্রাসী তাণ্ডবের কারণে ছাত্র-জনতার রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। তিনি ভেবেছিলেন শ্রমিক হিসেবে তাকে আক্রমণ করা হবে না কিংবা তার সাথে অন্যায় কোনো আচরণও করা হবে না। তবে ঘটনাটা ছিল ভিন্ন খুবই নিষ্ঠুর বর্বরতার শিকার হন তিনি। তার পিতা বলেন, “ইয়ামিন বাসায় ফেরার পথে উত্তর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এলে সন্ত্রাসী হায়নাদের একটি গুলি তার নাভির নিচে বামদিকে বিদ্ধ হয়, আর অন্য গুলিটি ডান হাতে লাগে। পথচারীরা তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (উগঈ) ভর্তি করান। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই ভোর ৫ টায় মারা যান। শহীদ পরিবারের অর্থনৈতিক অবস্থা: শহীদের পিতা বেকার। সহোদর ও তার জননী পেশায় শ্রমজীবী। সংসারের হাল ধরতে ইয়ামিনের মা একটি কারখানায় কাজ করেন। পরিবারের কোনো বসতি বা জমি নেই। দেশমাতার মহাবীর শহীদ ইয়ামিনের উপার্জিত ১৫ হাজার টাকাই ছিলো পরিবারের ভরনপোষনের অন্যতম অবলম্বন। তার মৃত্যুতে শহীদ পরিবারটি দীনতায় নিমজ্জিত হচ্ছে। পরিবারটি জানে না কিভাবে এই কষ্ট তাদের লাঘব হবে। স্বজনদের কর্তৃক সহযোগিতা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তাবনা-১ পরিবারকে মাসিক বা এককালিন সহযোগিতা করা যেতে পারে। প্রস্তাবনা-২: বাবার জন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। শহীদের পরিবার : * শহীদের পিতা: জনাব রতন চৌধুরী, পেশা: বেকার; বয়স: ৫৪। পিতা শহীদের সাথেই থাকতেন। * শহীদের মাতা: জেসমিন, মায়ের পেশা: পোশাক কারখানার শ্রমিক। তিনি অন্যত্র থাকেন। * শহীদের ভাই: ইয়াসিন চৌধুরী (২১)। চাকরিজীবী। এক নজরে শহীদের ব্যক্তিগত তথ্য শহীদের পূর্ণ নাম : মো: ইয়ামিন চৌধুরী জন্ম তারিখ : ১৩/৮/২০০৭ জন্মস্থান : কিশোরগঞ্জ পেশা/ পদবী : কারখানার শ্রমিক নিজ জেলা : কিশোরগঞ্জ স্থায়ী ঠিকানা : গ্রাম: কাঞ্চনপুর, ইউনিয়ন: কাঞ্চনপুর: থানা: মিঠামইন, জেলা: কিশোরগঞ্জ বর্তমান ঠিকানা : বাসা/মহল্লা: ১৯,এলাকা: হাসান উদ্দিন রোড,থানা: বাড্ডা, জেলা: ঢাকা পিতার নাম : রতন চৌধুরী পিতার পেশা ও বয়স : বেকার, ৫৪ বছর মায়ের নাম : জেসমিন মায়ের পেশা ও বয়স : গার্মেন্টস কর্মী, ৪৮ বছর, মাসিক আয়: আনুমানিক ১৫ হাজার পরিবারের সদস্য সংখ্যা : ৩ ঘটনার স্থান : উত্তর বাড্ডা, বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে আক্রমণকারী : স্বৈরাচারী সরকারের পুলিশ আহত হওয়ার সময়কাল : বিকাল ৪টা, ১৯ জুলাই ২০২৪ মৃত্যুর তারিখ, সময় ও স্থান : ২৭ জুলাই ২০২৪, ভোর ৫ টা শহীদের কবরের বর্তমান অবস্থান : নিজ গ্রাম কাঞ্চনপুর জানাজা ও কবরস্থান : পোস্টমর্টেম শেষে, নিজ গ্রামেই জানাযা শেষে কাঞ্চনপুরে কবর দেওয়া হয়